আবু শাহেদ হাটহাজারীঃ
জনবান্ধব ও আধুনিক পুলিশি ব্যবস্থা নিশ্চিতকরণ এবং পুলিশের আইনগত সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে 'পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন' স্লোগানে ২৭ জানুয়ারি ২০১৯খ্রি. হতে শুরু হয়েছে সাত দিনব্যাপী পুলিশ সেবা সপ্তাহ- ২০১৯। ২৮ ডিসেম্বর ২০১৯খ্রি. পুলিশ সেবা সপ্তাহ- ২০১৯ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব এ কে এম এমরান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জিয়াউর রহমানসহ বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।