
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা।
বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব
ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। খবর পেয়ে রায়পুরা আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন রাজু হাসপাতালে ছুটে আসেন। এদিকে সুমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার দুপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া প্রচারণার জন্য গাড়িবহর পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের সাথে মুখোমুখি হয়। ওই সময় আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা সুমনের গাড়ি বহরে হামলা চালায়।
তখন উভয় প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও গোলাগুলি হয়।এ সময় আবিদ হাসান রুবেল প্রার্থীর সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়।
ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া ।
খবর পেয়ে পুলিশ এম্বুলেন্স যোগে পুলিশ প্রহরায় আহত সুমন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী ও তার সমর্থকদের হামলা সংঘর্ষে সুমন মিয়া নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। হামলার সময় তিনি প্রাণে বাঁচাতে পালানোর চেষ্টা চালান। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া রায়পুরা উপজেলার চরসুবদ্বি ইউনিয়নের তিন বারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ।।।।