বাংলাদেশের চিত্রশিল্পি ত্রিদিপ মুৎসুদ্দীর চিত্র প্রদর্শনী কলকাতায় প্রশংসিত

নিজস্ব প্রতিবেদক

বিশু তনচংগ্যা

কাপ্তাই- রাংগুনিয়া অঞ্চলের উদীয়মান চিত্রশিল্পি এবং চন্দ্রঘোনা চারু অংকন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ত্রিদিপ মুৎসুদ্দীর চিত্র প্রদর্শনী কলকাতায় সুধী মহলে প্রশংসিত হয়েছে। কলকাতা বুধি-নিধি সোসাল ওয়েলফেয়ার কালচারাল এসোসিয়েশান এর আমন্ত্রনে বাংলাদেশ হতে একমাত্র চিত্রশিল্পি হিসাবে তিনি ৩ দিনব্যাপী এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নেন। গত ২৯ জুলাই হতে ৩১ আগস্ট পর্যন্ত কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারের অবনিন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক গ্যালারিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তিনি সহ কলকাতার আরোও ২০ জন চিত্রশিল্পির শিল্পকর্ম প্রদর্শনীতে স্হান পায়। চিত্রশিল্পি ত্রিদিপ মুৎসুদ্দীর ” বুদ্ধ শান্তি : বিষয়ক ৪ টি চিত্রকর্ম এক্রেলিক মাধ্যমে এই প্রদর্শনীতে স্হান পায়। চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়া চিত্রশিল্পি এবং আমন্ত্রিত অতিথিরা তাঁর চিত্রকর্মের ভূয়সী প্রশংসা করেন। কলকাতাস্হ জাপানের কনসোল জেনারেল মি: মাসাউকি থাগা প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে আন্তর্জাতিক এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এই সময় কলকাতা আসানসোল বি বি কলেজের প্রাক্তন অধ্যাপক রমেশ চন্দ্র মুখার্জী সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নামকরা চিত্রশিল্পি ও চিত্রশিক্ষকরা উপস্হিত ছিলেন। উল্ল্যেখ যে,চিত্রশিল্পি ত্রিদিপ মুৎসুদ্দী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর অধীনে ফাইন আর্টস এ মাষ্টার ডিগ্রি অর্জন করেন। তাঁর প্রতিষ্ঠিত চারু অংকন একাডেমির মাধ্যমে তিনি শত শত চিত্রশিল্পি তৈরী করছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত