
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ হবিগঞ্জ জেলা পুলিশ টিম বনাম সিলেট জেলা পুলিশ টিমের মধ্যে ফাইনাল খেলাটি সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়।
দুই দলের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা শেষে সিলেট জেলাকে হারিয়ে হবিগঞ্জ জেলা পুলিশ টিম চ্যাম্পিয়নের এর কৃতিত্ব অর্জন করে।
এ সময় হবিগঞ্জ জেলা পুলিশ টিমকে উৎসাহ দিতে সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত ছিলেন অত্র জেলার পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি।
এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর, সৈয়দ হারুন অর রশীদ, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, আক্তার হোসেন, বিপিএম-সেবা, পুলিশ সুপার, হবিগঞ্জ সিলেট জেলার পুলিশ সুপার।