
মোঃ আহসান হাবিব (বাপ্পি) জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চড়া কেশবপুর এলাকায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে সোহেল নামে এক ব্যক্তি নিহত ও দুইজন র্যাব সদস্য আহত হয়েছে। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী র্যাব দাবী করলেও। সোহেলের স্ত্রী রিনা বলেন আমার স্বামী গতকাল (মঙ্গলবার) ভীমপুর আম বাগানে তাস খেলা দেখছিল এসময় ২’জন ব্যক্তি মুখে কাপড় বেঁধে এসে ধরে নিয়ে যায়। আজ বুধবার সকালে স্থানীয় আনসার ভিডিপির সদস্য ইনছান বলেন র্যাবের গুলিতে সে নিহত হয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারি পুলিশ সুপার আজমল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চড়া কেশবপুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছিল। এসময় র্যাবের উপস্থিতি লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা র্যাবকে করে গুলি ছোড়ে। এসময় আত্বঃরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী সোহেলের গুলিবিদ্ধ মরদেহ একটি বিদেশী পিস্তল, গুলি, ম্যাগজিন ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীদের গুলিতে ২’জন র্যাব সদস্য আহত হয় বলে জানান অধিনায়ক আজমল।