
মোঃআবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাপতি্ত করেন জনাব মো:শাহরিয়ার রহমান উপজেলা নির্বাহী অফিসার হরিরামপুর। সভা পরিচালনা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমর্সূচি জেলা ব্যবস্থাপক তারা শাংমা সভা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুরছালিমা বেগম এবং সেল্প অফিসার জোলেখা আক্তার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়্যারমেন তাদের বক্তব্য জানান যারা ভূয়া জন্ম সনদ এফিডেবিট এবং নোটারী পাবলিক ব্যবহার করে বাল্য বিবাহ সম্পাদনে সহায়তা করে তাদের চিন্হিত করে জাবাব দিহিতার আওতায় আনতে পারলে বাল্য বিবাহ অবশ্যই কমে আসবে এছারা কাজী ইমাম মোয়াজ্জেমদের আরও সচেতন করতে হবে তারা বক্তব্যে আরো বলেন যে বাল্য বিবাহ নিরোধ আইনট প্রয়োগের ক্ষেএে প্রসাশন কে আরও কঠিন হস্তে মোকাবেলা করার জন্য বক্তরা প্রস্তাব রাখেন প্রতিটি কিশোর কিশোরীর মা বাবা অভিভাবকদের সব চেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে যে ছেলে মেয়ে রা তাদের এই বয়সে আবেক কে প্রস্রয় না দিয়ে বিবেক কে সামনে রেখে এগিয়ে যায় তাদের সপ্ন পূরনে কিশোর কিশোরী বয়সে যাতে তারা কোনো ভুল না করে তাদের সঠিক পথে রাখা আমাদের সবারই কর্তব্য বাল্য বিবাহ সংগঠিত হলে বর ও বরের বাবা কে আইনের হাতে তুলে দিতে ও পরামর্শ প্রধান করা হয় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গসহ উপস্থিত পরামর্শ গ্রহন করেন।