
মোঃ জমিরআলী হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার হবিগঞ্জ জেলায় কর্মরত মোঃ আবু কাউছার এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে নানা আয়োজনের মধ্য দিয়ে কনস্টেবল/মোঃ আবু কাউছার-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বিদায়ী অতিথি এমন সুন্দর আয়োজনের জন্য পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিদায় বেলায় সহকর্মীদের আন্তরিকতায় আবেগ আপ্লূত হয়ে পড়েন বিদায়ী সদস্য।
আনুষ্ঠানিকতা শেষে পুলিশ সুপারের উপস্থিতিতে জেলা পুলিশের একটি সুসজ্জিত ডাবল কেবিন গাড়ী যোগে কনস্টেবল/মোঃ আবু কাউছার এর বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃশামসুল হক (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জেলার সকল অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।