জয়নাল আবেদীন লক্ষ্মীপুর
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাথী বাছাইয়ের লক্ষ্যে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১জানুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলা আ’লীগের উদ্যোগে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
এসময় সভায় উপস্থিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারীরা দলের সিদ্ধান্ত মেনে শপথ গ্রহণ করেন। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এসময় বক্তারা বলেন, বিগত দিনে দলের জন্য যে সব নেতা ত্যাগ স্বীকার করেছেন এবং দলের দূর্দিনে নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীতার জন্য এমন তিন জনের নামই কেন্দ্রে পাঠানো হবে বলে জানান বক্তারা।