স্টাফ রিপোর্টার মামুনঃ
বিলুপ্ত হওয়ার ৪১ দিন পর জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার ২ ফেব্রুয়ারি দেশের আরো ৮টি জেলার সাথে নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৫ সদস্যের ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ, প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব ও শরীফ আহম্মেদ টুটুল। একমাত্র সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০২৩ সালের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।