জয়নাল আবেদীন লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রায়পুরে বৃহস্পতিবার রাতে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক হিরা বেগম উপজেলার দেনায়েতপুরের মনির হোসেনের স্ত্রী। রায়পুর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিরা বেগমকে আটক করা হয়েছে। এ সময় তার স্বামী মনির পালিয়ে গেছেন। মনির হোসেনও মাদক মামলার আসামি। হিরা বেগম স্বামীর সঙ্গে মাদক ব্যবসায় জড়িত।