কাপ্তাই তারুণ্যের উৎসব তারুণ্যের মেলা-২০২৫ সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রবিউল হোসেন রিপন কাপ্তাই রাঙ্গামাটি প্রতিনিধিঃ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং তারুণ্য উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মো: হোসেন এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব ২৫ তারুণ্যে মেলার সমাপনী অনুষ্ঠান শুরু হয়। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কর্ণফুলী

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“adjust”:3,”transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে তারুণ্যের উৎসব তারুণ্যে মেলা ২৫ এবং “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে ৩ দিনব্যাপী তারুণ্যে মেলা ২০২৫ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ ১২ ফেব্রুয়ারী ২০২৫ বুধবার বিকাল সাড়ে ৪ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রুহুল আমিন,
কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, ছাত্রদলের সদস্য সচিব মো ইব্রাহীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিএসপিআই এর ছাত্র তাহসিন কবির রাতুল, কাপ্তাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ। তারুণ্যের উৎসব তারুণ্যে মেলা ২০২৫ সমাপনী অনুষ্ঠানে র প্রধান অতিথি রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এই সময় বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নে তরুণদের ভূমিকায় ব্যাপক অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধান অতিথি আরোও বলেন, রাজপথে থেকেই সবসময় ছাত্ররা নতুন বাংলাদেশ বির্নিমান করেছেন, সেই ৫২ হতে শুরু হয়ে ২৪ এর জুলাই আগস্ট ছাত্ররা দেখিয়ে দি়ল, তাদের রক্ত কখনো বৃথা যায়না। অনুষ্ঠান সমাপ্তি ঘোষনার আগে জেলা প্রশাসক তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে তারুণ্যের উৎসব এর শেষ দিনে মেলা মঞ্চে সন্ধ্যা হতে রাত ৯ টা অবধি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত