প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০১৯, ৩:০৪ অপরাহ্ণ
টেকনাফ সাবরাং ট্যুরিজম জোন পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার)
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মিষ্টার জং কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিজম জোন শনিবার সকাল ১০ টার দিকে পরিদর্শন করেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন-সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসাইন, টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এক্সক্লুসিভ ট্যুরিজম জোনের ঠিকাদারী প্রতিষ্ঠান চীনা হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের কাজ পরিদর্শন করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের সাথে আনন্দঘন পরিবেশে কিছুটা সময় কাটানএবং শিশু শিক্ষার উন্নয়নে কাজ করে যাওয়ার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ডায়েরি,কলম বিতরণ করেন।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.