
বিশেষ প্রতিনিধিঃ
যোগদানের ৬ মাস পর প্রত্যাহার হলেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (প্রশাসন) কাজী ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।চিঠিতে যশোরের পুলিশ সুপারকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার বুঝিয়ে দিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করার জন্য। তবে কি কারণে হঠাৎ এসপিকে প্রত্যাহার করা হল সেটি পরিষ্কার করা হয়নি। এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নূর-ই-আলম সিদ্দিকী জানান, বদলি সংক্রান্ত একটি চিঠি যশোরে পাঠানো হয়েছে। তবে বদলির কারণ সম্পর্কে তারা অবগত নন। তবে তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের কারণ হিসেবে নানা বিষয় আলোচনায় উঠে আসছে। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচিত গত রোববার মণিরামপুর থানায় গ্রেপ্তার আসামিদের টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট হামলা, ভাঙচুর, মামলা ও গ্রেপ্তারের ঘটনা। এছাড়াও জেলার আইনশৃঙ্খালার পরিস্থিতির অবনতি ও অপ্রতিরোধ্য স্বর্ণ চোরাচালানকে অন্যতম কারণ হিসেবে দেখছেন যশোরের মানুষ।