
শ্রীকান্ত চৌধুরী,রাঙ্গুনিয়া
১নং রাজানগর ও দক্ষিন রাজানগর ভক্তবৃন্দের উদ্যেগে সনাতনী ঐক্য প্রতিষ্টা ও বিশ্ব শান্তি কামনায় ১৪ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে শিয়ালবুক্কা ,সাহাপাড়া এলাকায় ২ দিন ব্যাপি মহতি ধর্মসভা ,সাংস্কৃতিক অনুষ্টান ও অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহোৎসব অনুষ্টিত হয় !গত ৩ ফেব্রুয়ারী রোজ রবিবার বিকেল ৩ ঘটিকায় সপ্তসুর সাংস্কৃতিক একাডেমীর ছাত্র ছাত্রীদের এবং টিভি ও বেতার শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় !রাত ৮ ঘটিকায় শ্রী বাবুল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ,সপ্তসুর সাংস্কৃতিক একাডেমির পরিচালক এবং বাউল শিল্পী শ্রীকান্ত চৌধুরীর সঞ্চালনায় মহতি ধর্মসভা অনুষ্টিত হয় !সভায় প্রধান আলোচক এবং উদ্ভোধক ছিলেন শ্রী শ্রী ব্রক্ষ্রানন্দ যোগাশ্রম ,ফতেয়াবাদ হাটহাজারীর অধ্যক্ষ এবং জ্যোতি লোকনাথ সেবাশ্রম ইউ এ ই এর প্রতিষ্টাতা শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ !প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গুনিয়া উপজেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ১নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার !বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিভুতি ভুষন সেন ,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক শ্রী শুভ শীল !রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু অমুল্য বিকাশ বসাক ,বাবু রতন কান্তি পাল ,বাবু অশ্রু চক্রবর্তী ,তারিনিচরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবু বাবুল বড়ুয়া ,জনাব ইউসুপ আলী ,জনাব মোঃ খলিল ,বাবু অনিল বড়ুয়া প্রমুখ !ধর্মীয় সন্মেলনে স্বাগত বক্তব্য রাখেন তারিনীচরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার বিবেকানন্দ সাহা !রাতে অধিবাস কীর্তন ও পৌরহিত্যে ছিলেন বৈষ্ণবপ্রবর শ্রী সুজিত চৈতন্য বৈষ্ণব !৪ ফেব্রুয়ারী রোজ সোমবার সারাদিন ব্যাপী তারকব্রক্ষ্র নামযজ্ঞ ব্রাক্ষ্র মুহুর্তে আরম্ভ হয় !নামসুধা পরিবেশনায় ছিলেন শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় খুলনা ,বঙ্গুবিহারী সম্প্রদায় ঢাকা ,মীরার প্রভুজি সম্প্রদায় লক্ষীপুর ,দেবী দুর্গা সম্প্রদায় বরিশাল !!২ দিন ব্যাপী মহোৎসবে হাজার হাজার ভক্ত আনন্দ বাজারে অন্নপ্রসাদ গ্রহন করেন !!