রাঙ্গামাটিতে মাহে রমজানে দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

শনিবার(২’রা মার্চ) ২০২৫ সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ’র
সভাপতিত্বেঃ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভুইয়া,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ খান, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সহ শহরের বনরূপা, রিজার্ভবাজার, তবলছড়ি সহ বিভিন্ন বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ বলেন, আসন্ন মাহে রমজান উপলক্ষে সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
এছাড়াও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত