
শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত ১ নং রাজানগর ইউনিয়ন এবং দক্ষিন রাজানগর ইউনিয়ন মিলিয়ে শিয়ালবুক্কা একটি গ্রাম !ইছামতি নদী বয়ে গেছে সেই গ্রামের পাশ দিয়ে !সেই ইছামতির নদীর উপর একটি সেতু আজ শিয়ালবুক্কার মানুষের প্রানের দাবী !!শীতকালীন সবজী সহ বিভিন্ন সময়ে ফসলাদির জন্য শিয়ালবুক্কা সহ তার আশে পাশে এলাকা গুলো খুবই প্রসিদ্ধ এলাকা !কিন্তু যখন সবজীর দাম কমে যায় ,তখন যাতায়াতের অভাবে সেই ফসলগুলো জমিতে নষ্ট হয়ে যায় !রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক এবং শিয়ালবুক্কা গ্রামের বাসিন্দা বাবু শুভ শীল বলেন ,ইছামতির নদীর উপর একটি সেতু নির্মান হলে শিয়াল বুক্কার পাশাপাশি ৪/৫ টি ইউনিয়নের জনগন তার সুফল ভোগ করবে !জানতে চাইলে তারিনীচরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিবেকানন্দ সাহা বলেন ,আমাদের এই এলাকার অনেক ছাত্র ছাত্রী ,উচ্চ শিক্ষার জন্য রাজাভুবন উচ্চ বিদ্যালয় ,উত্তর রাঙ্গুনিয়া কলেজ এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজে লেখা পড়া করেন !যখন বর্ষা কাল আসে তখন ইছামতির ভরা পানিতে ওপারে যাওয়া খুব দুঃসহ হয়ে পড়ে !যার কারনে অত্র এলাকার ছেলে মেয়েদের লেখা পড়ার বিঘ্ন ঘটে !শিয়ালবুক্কা এলাকার কোন মুমুর্ষ রোগীর চিকিৎসা করাতে গেলে তাও অনেক দেরিতে হলে রোগীর জীবন ঝুকির মধ্যে পড়ে যায় !তাই এই মুহুর্তে সময়ের দাবী ,শিয়ালবুক্কা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর উপর একটি সেতু নির্মান করা হলে অত্র এলাকার মানুষ খুবই উপকৃত হবে !!এই ব্যাপারে অত্র এলাকার সাধারন জনগন রাঙ্গুনিয়া আসনের সুযোগ্য সংসদ সদস্য ,বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ এম পি সহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করেছেন।