
স্টাফ রিপোর্টার মামুনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জনপ্রিয় নেতা, নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, সোনারগাঁও উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, তিনি বলেন ফ্যাসিবাদ হাসিনার পতনে,দীর্ঘ ১৫ বছর পর এবার সকল বিরোধী দল নিজ নিজ এলাকায় গিয়ে ঈদুল ফিতরের আনন্দ করতে পারবেন। এই বাংলায় ১৫ বছর পর স্বৈরাচার হাসিনা মুক্ত ঈদুল ফিতরের আনন্দ করতে যাচ্ছে বাংলাদেশের জনগণ।
দীর্ঘ এক মাসের সংযম সাধনার শেষে আনন্দময় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সমাগত। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, ভাই, বোন,বন্ধু,প্রিয় দেশবাসী ও শুভানুধ্যায়ী—সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি আরও বলেন, ঈদ সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন।
পবিত্র রমজান মিতাচার অনুশীলনের যে সুযোগ নিয়ে আসে, তার তুলনা হয় না। রোজা আত্মিক বিশুদ্ধতা অর্জনের পথ দেখিয়ে দেয়, এক মাসের রোজার অবসানে। তাই ঈদুল ফিতরের উৎসব কেবল ভোজনের মাধ্যমে ইন্দ্রিয়তৃপ্তির উৎসব নয়, বিশুদ্ধ আত্মা নিয়ে জীবনকে নতুন করে সাজানোর অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ হলো ঈদ। ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।
ঈদ উৎসব উদ্যাপনের জন্য বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজন-সহ গ্রামের বাড়ি যান।
মানুষে মানুষে মিলনের উৎসব যখন আসে,
শুধু আনুষ্ঠানিকতা নয়, ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি, প্রিয় দেশবাসী, আপনাদের সবার প্রতি আমি এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।