
রবিউল হোসেন রিপন চৌধুরীঃ
কাপ্তাই হ্রদ থেকে জেলেরা ১১ কেজি ওজনের কচ্ছপ শিকার করে লোকালয়ে এনে বাজারজাত করার প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে আজ (২২ মার্চ) শনিবার দুপুরে জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি কচ্ছপ উদ্ধার করে কাপ্তাই দক্ষিণ বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তাদের দেখে কচ্ছপ রেখে পালিয়ে যায় জেলেরা, পরে বনরক্ষীদের সহায়তায় কাপ্তাই জাতীয় উদ্যান সংলগ্ন কর্ণফুলী নদীতে সেটাকে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কাপ্তাই দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলম, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো: ওমর ফারুক স্বাধীন, স্টেশন কর্মকর্তা এস.এম. মহি উদ্দিন চৌধুরী,ও অফিস সহায়ক আব্দুল গনি।