নানিয়ারচরে জোন কমান্ডারের বিদায় ও বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ ওমর ফারুক,নানিয়ারচর উপজেলা প্রতিনিধিঃ

নানিয়ারচর, ২৫ মার্চ ২০২৫: নানিয়ারচর জোনের বিদায়ী জোন কমান্ডার, লেঃ কর্নেল তানভীর আহমদ সাদী পিএসসি এবং নবাগত জোন কমান্ডার, লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান পিএসসি-র বরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ ঘটিকায় নানিয়ারচর  হর্টিকালচার সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আমিমুল এহসান খান। বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্নেল তানভীর আহমদ সাদী তার দায়িত্বকালীন সময়ে নানিয়ারচর অঞ্চলের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় যে কার্যক্রম পরিচালনা করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “নানিয়ারচরে সেবার মান উন্নয়ন এবং মানুষের মাঝে আস্থা সৃষ্টির জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি।” নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান পিএসসি, নতুন দায়িত্ব গ্রহণের পর বলেন, “নানিয়ারচর অঞ্চলের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আমি সততার সাথে কাজ করব। আমাদের লক্ষ্য হবে, এলাকার মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রেখে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা।” এছাড়াও, অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব‍্যক্তিবর্গদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)এর সভাপতি নুরুজ্জামান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ জুলফিকার আলী সহ অন‍্যান‍্য রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসন, সামরিক
ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত