কাপ্তাই চন্দ্রঘোনা চম্পাকুঁড়ি খেলাঘর আসর ১ শত ১৪ জন দুস্থ ও অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর এর শাখা আসর রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর উদ্যোগে ১ শত ১৪ জন দুস্থ ও অসচ্ছল পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪ টায় কেপিএম ব্রিকফিল্ডস্থ সংগঠনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার তুলে দেন

কর্ণফুলি পেপার মিলস্ ( কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম মিলন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম এর মহাব্যবস্থাপক( অপারেশন) মো: মইদুল ইসলাম উপস্থিত ছিলেন। চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এর সঞ্চালনায় এসময় সংগঠনের সহ সভাপতি জালাল উদ্দিন সাগর,সহ সভাপতি জাকির হোসেন, চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সদস্য ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সময় প্রধান অতিথি র বক্তব্যে বলেন, এই মহতী উদ্ধোগে যাদের অবদান আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দুস্থ ও অসচ্ছল পরিবারকে ঈদ উপহার দিয়ে পাশে থাকার জন্য। তিনি আরোও বলেন, রমযান মাসে সবাই সবার জন্য দোয়া করি, বিশেষ করে কর্ণফুলী পেপার মিল এর জন্য সকলে দোয়া করবেন যাতে আগামীতে কর্ণফুলী পেপার মিল ভালো অবস্থানে ফিরে যেতে পারি এবং সবাই ভাল থাকা যায় নিজ নিজ অবস্থান হতে দোয়া করবো। চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সদস্য ও কর্মকর্তাদের ধন্যবাদ জানাাই এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আশাকরি আগামীতে আরোও সুন্দর ও মানবিক সহযোগিতায় এগিয়ে আসবে চম্পাকুঁড়ি খেলাঘর আসর।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত