জনগনের উচিৎ নির্বাচনকে আপাততঃ পরিত্যাগ করা। ডাঃ আব্দুল লতিফ মোল্লা

নিজস্ব প্রতিবেদক

 

ডেক্স রিপোর্টঃ

যে দেশে ৫০০ — ১০০০ টাকা দিয়ে ভোট কেনা যায়, যে দেশে গোমূর্খ আর প্রেসিডেন্টের ভোটের একই মূল্য, যে দেশে রাজনীতিবিদরা ৫৪ বছর যাবৎ নিজ স্বার্থে জনগণকে গরীব ও মূর্খ্য করে রেখেছে – সে দেশে ভোট নিয়ে এত লাফালাফির কিছু নেই। সূযোগ যেহেতু এসেছে – তা কাজে লাগানোর জন্য প্রয়োজনে রাস্তায় নামুন। এপ্রিলের ৯-১০ তারিখ সারা দুনিয়া আমাদেরকে চিনবে অন্য ভাবে। সমীহ করা শুরু করবে। প্রফেসর ইউনুসের লিডিং এ ৫০ দেশের ২৩০০ ইনভেস্টর আসবে ইন্টারকন্টিনেন্টালে। এটা বাংলাদেশ কেন আশে পাশের দেশ ও কখনো ভাবেনি বা করতে পারেনি। ভাবুন কি হতে যাচ্ছে দেশে। এলন মাস্ক থেকে বিল গেটস ও আসবে বা আসার সম্ভাবনা আছে। এলন মাস্কের স্টার লিঙ্ক ইভেন্ট লাইভ ব্রডকাস্ট করবে। ইতিমধ্যে সকল দেশের বড় বড় জায়ান্ট ইনভেস্টর দেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। যদি এভাবেই চলে তাহলে নতুন কাজের ক্ষেত্র হবে। আপনারা খালি স্কিলস শিখে যান, 5IR স্কিলস শিখুন, ডিজিটাল ট্রান্সফরমেশান শিখুন। নিজেকে ট্রান্সফরমেশান করুন আর চোখ কান খোলা রাখুন। আবার আমরা অচিরেই আসিয়ান দেশ গুলার মেম্বার হয়ে যাব। আহা কি শান্তি লাগছে। বিদেশী এম্বেসি দেশে আসছে। একটা নতুন দেশ পেতে যাচ্ছি আমরা। প্রফেসরের ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য ভালোবাসা অবিরাম। ধন্যবাদ

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত