
মোঃ মামুন সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র জন্য আহবায়ক আশরাফ ভূইয়ার নির্দেশে গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আজ ১৪/৪/২৫ ইং সোমবার বিকেলের বিক্ষোভ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, সাবেগ যুবদলের সভাপতি দিপু, কাউসার, মুহন,মুসা,জামপুর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব -মুসা , আলামিন,শহীদ,আমিরুল, রমজান, মাসুম, ওয়াসিম,সোহেল, শাজাহান, সুমন, মোক্তার,
আশাফুল,সবুজ সহ অসংখ্য নেতা কর্মী।
জামপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডের কোবাগা স্টেশন থেকে শুরু করে বস্তন গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল বক্তারা বলেন, ইসরাইলের আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা জরুরি। এসময় ইসরাইলী পণ্য বয়কট ও মুসলিম বিশ্বকে কে ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবেলার আহবানও জানান তারা।