
এ.এস.রানা,চট্টগ্রামঃ
মোটরযান আইন জারি হল চট্টগ্রামে, চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লিশ (সিএমপি) মোটর সাইকেল চালকের পেছনের আরোহীর মাথাতেও হেলমেট পরা বাধ্যতামূলক বলে, কড়া নির্দেশনা জারি করেছে । হেলমেটবিহীন অবস্থায় কোন ব্যাক্তি মোটরসাইকেল চড়লে আরোহীকে জরিমানার সম্মুখীন হতে হবে।
শনিবার (৯ ফেব্রুয়ারি -২০১৯) থেকে এ নির্দেশনা আইন-১৯৮৩ কঠোরভাবে অনুসরণ করা হবে।সিএমপির ট্রাফিক বিভাগ বিষয়টি নিয়ে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার ও পাঠাও কর্তৃপক্ষের সঙ্গে সভা করে ইতোমধ্যে নির্দেশনার কথা জানিয়ে দিয়েছে। এ নির্দেশনা অমান্য করলে মোটরযান আইন-১৯৮৩ আইন অনুযায়ী জরিমানা ও আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক বিভাগ) কুসুম দেওয়ান বলেন, মোটরসাইকেল চালকের পেছনের আরোহী হেলমেটবিহীন থাকলে মোটরযান আইন অনুযায়ী জরিমানা করা হবে। ইতোমধ্যে তা কার্যকর করা হয়েছে। অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার ও পাঠাও কর্তৃপক্ষের সঙ্গে সভা করে তাদের বলা হয়েছে যাতে হেলমেটবিহীন কোনো রাইড না দেয়। কেউ যদি হেলমেট পড়তে না চান তবে তাকে রাইড না দিতে পরামর্শ দিয়েছেন।