শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ে সমন্বয় গঠন

নিজস্ব প্রতিবেদক

 

মোঃআবদুল হক বিশেষ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটি বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্রদের সমন্বয়ে ১৩ সদস্য বিশিষ্ট শিক্ষার মান উন্নয়ন বিষয়ক একটি আহব্বায়ক কমিটি গঠন করেছে। ডাঃ আব্দুল কাদের খান – আহব্বায়ক অধ্যক্ষ খায়ের উদ্দিন বিশ্বাস -সদস্য সচিব সদস্য ১। আলী আকবর আকন্দ – সাবেক অতিরিক্ত সচিব ২। আব্দুল গফুর ভূঁইয়া-সাবেক ডিজিএম,সোনালী ব্যাংক ৩। মোঃ হাকিম উদ্দিন-সাবেক পরিচালক, কৃষি অধিদপ্তর ৪।অধ্যক্ষ অনিল কুমার সরকার-মহাদেবপুর ডিগ্রী কলেজ ৫। সন্তোষ কুমার বালো – সিনিয়র শিক্ষক (অব:) ৬। আব্দুল মতিন মানিক- এফসিএ ৭। ফজলে রাব্বি লাভলু -সিনিয়র শিক্ষক (অব:) ৮। মোঃ জাকির হোসেন – ডিআইজি (অব:) ৯। ডাঃ আব্দুল্লাহ আল মামুন-এমবিবিএস ১০। মোঃ রাশেদুল ইসলাম – যুগ্ম সচিব ও একান্ত সচিব, খাদ্য ও ভূমি উপদেষ্টা। ১১। রেজা সাইফুল ইসলাম -ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত