মোঃ হুমায়ুন কবির মেহেন্দিগঞ্জ বরিশাল থেকেঃ
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ ১ কোটি ১২ লাখ ৯৮ হাজার ২শ ৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা এবং একটি স্পিডবোটসহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১১ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে সকাল ৯টা থেকে ১১ মে রাত ১টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের ইলিশা, কালীগঞ্জ ও হিজলা স্টেশন যৌথভাবে হিজলা থানার ৩৫নং সৈয়দ খালী সাওড়া সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোট, এবং উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা ও গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন—১. আবুল বাসেদ (৫০), ২. মাসুদ হোসেন (২৪), ৩. মো. মহিউদ্দিন (৪৮), ৪. রাব্বিল দেওয়ান (৩৩), ৫. জান্নাতুল বাকি (২৪), ৬. মো. সৈকত (২১), কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজিতে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।