
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলায় (সদর, দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা ও রামগড়) ১৮ মে ২০২৫ খ্রি: থেকে ১০ দিন মেয়াদি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-৪র্থ ধাপ ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ-২য় ধাপ একযোগে শুরু হয়েছে। প্রশিক্ষণটি সকাল ০৮:০০ ঘটিকা থেকে শুরু হয়ে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের’কে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য, দক্ষ ও দেশ প্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা। এছাড়া প্রশিক্ষণের অন্যান্য উদ্দেশ্য হচ্ছে আইন-শৃংখলা রক্ষা এবং অন্যান্য দায়িত্ব দক্ষতার সাথে পালনে করা, প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা ও দৈহিক উৎকর্ষ সাধনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেদের নিয়জিত করা, আভিযানিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম করে গড়ে তোলা। দেশ-মাতৃকার যে কোন প্রয়োজনে নিজেকে উৎসর্গ করার জন্য মানসিকভাবে প্রস্তুত করা।
প্রশিক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কিত ধারণা, সাংগঠনিক কাঠমো পরিচিতি এবং দেশের স্বাধীনতা রক্ষায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা, মানব নিরাত্তায় ভিডিপি সদস্যদের কর্মকৌশল, মানব সম্পদ উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ ও সম্ভবনা, সফল উদ্যোক্তা হওয়ার যোগ্যতা ও কলাকৌশল, বিভিন্ন ধরনর সামাজিক অপরাধ ও প্রতিহত সম্পর্কে ধারণা, কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে সমাজের অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল, স্বল্পকালীন মোতায়েন, দূযোগ ব্যবস্থাপনা সম্পির্কত ধারণা, নৈতিক ও শিষ্ঠাচার সম্পর্কে ধারণা প্রদান করা হবে।
খাগড়াছড়ি জেলার জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র চেঙ্গীতে সদর উপজেলার ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান, পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদের, সততা ও পরিশ্রমের মাধ্যমে সু-নাগরিক হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন। এই প্রশিক্ষণ শেষে বাহিনীর বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে সমাজে আত্মনির্ভরশীল হতে অনুপ্রাণিত করেন।
তিনি আরো বলেন, বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের কল্যাণধর্মী কাজের অংশ হিসেবে প্রশিক্ষণকে আরো যুগোপযোগী ও কার্যকরী করার লক্ষে নব-উদ্যমে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। তিনি প্রশিক্ষণার্থীদের গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, বৃক্ষরোপণ, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ ও অন্যান্য জনকল্যাণ মূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব রোকেয়া পারভীন, সদর, খাগড়াছড়ি, উপজেলা প্রশিক্ষক, দলনেতা-দলনেত্রী।
উক্ত প্রশিক্ষণে ০৮ টি উপজেলায় ৪৯৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।বিভিন্ন উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।