প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ১১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০১৯, ৭:২৭ অপরাহ্ণ
নবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জঃ
দিনাজপুরের নবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মোঃ খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়- উপজেলার বিভিন্ন স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে ১ থেকে ৫ বছর বয়সী ২২ হাজার ৫শ ৮০ জন এবং ৬ মাস থকে ১ বছর বয়সী ২ হাজার ৭শ ৬৭ জন শিশুকে ভিটামিন প্লাস খাওয়ানো হয়।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.