চবিতে পিসিসিপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

 

আহমদ বিলাল খানঃ

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নবগঠিত কমিটিতে মো. তারেক মনোয়ারকে সভাপতি ও মো. মাসুদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। বুধবার (২ জুন) রাতে পিসিসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের স্বাক্ষরিত এক বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। পিসিসিপি কেন্দ্রীয় মিডিয়া উইং থেকে বলা হয়, বাঙালিরা আজ পদে পদে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, মৌলিক অধিকার হারা ৪০,০০০ (চচল্লিশ হাজার) বাঙালিকে গুচ্ছগ্রামে বন্দি রেখে মানবতর জীবন-যাপন এবং ওদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। পিছিয়ে পড়া হিসেবে শুধু উপজাতিদের একটি অংশ সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাঙালিরাও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে সর্বক্ষেত্রে আজ বৈষ্যমের শিকার হচ্ছে। তাই অধিকার আদায়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র বিকল্প নেই। পাহাড়ে আজ বাঙালি শিক্ষার্থীরা পদে পদে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, মৌলিক অধিকার হারা। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপজাতিরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে সুযোগ সুবিধা পাচ্ছে, অথচ পাহাড়ের বাঙালিরাও বর্তমানে উপজাতিদের থেকে আরো বেশী পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু পাহাড়ের বাঙালি ছাত্রছাত্রীদের প্রতি কারো নজর নেই। তাই জনসংখ্যা অনুপাতে সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালি ছাত্রছাত্রীদের সাংবিধানিক অধিকার আদায়ে ছাত্র সমাজকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা দেশের অখন্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র বন্ধে কার্যকরী ভূমিকা রাখবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত