বেনাপোল বন্দরে ২০ টি বাংলাদেশী পাসপোর্ট সহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক

নিজস্ব প্রতিবেদক

 

বেনাপোল প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমানঃ

বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনাল থেকে ২০টি বাংলাদেশী পাসপোর্ট সহ বেচারাম পরোমানিক নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভার কে আটক করেছে আনছার বাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।সে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ পরোমানিক এর ছেলে। সব গুলো পাসপোর্টে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে।ড্রাইভার আনছার সদস্যদের কাছে স্বীকার করে বলেন ভারতে বনগাঁ শহরের একটি কুরিয়া সার্ভিস থেকে পাসপোর্ট গুলো উঠিয়ে এনে বেনাপোল রাজ্জাক নামে এক ব্যক্তির নিকট দেওয়া হবে।এর বিনিময়ে সে পাবে ৩ হাজার টাকা।
বেনাপোল স্থলবন্দরের আনছার বাহিনীর পিসি এইচ এম হেলেল উজ্জামান বলেন গোপন সংবাদে জানতে পারি ভারতীয় এক ট্রাক ড্রাইভার বাংলাদেশী অনেক গুলো পাসপোর্ট যাতে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে।এই পাসপোর্ট গুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছে। এমন সংবাদে কার্গো ইয়ার্ড টার্মিনালে সামনে ড্রাইভারের সাথে থাকা ব্যগ তল্লাশি করলে ব্যাগের ভিতর থেকে ২০টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত