
কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা বুধবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দেশাত্ববোধক চেতনা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশনের লক্ষ্যে সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের দেশব্যাপি এই আয়োজনের অংশ হিসাবে কাপ্তাই এর ইউনিয়ন পর্যায় এবং উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলার প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ গুলোর শতাধিক প্রতিযোগী অংশ নেন। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা, কাপ্তাই প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্হিত ছিলেন। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে শিশু নিকেতন স্কুল, মাধ্যমিক পর্যায়ে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এবং কলেজ পর্যায়ে কর্নফুলি সরকারি কলেজ প্রথম স্হান অধিকার করে রাংগামাটি জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ লাভ করে।।