
মোঃ মোস্তাফিজুর রহমান বেনাপোলঃ
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এর ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে মোঃ আব্দুর সামাদ আজাদ (৩১) ভারতে গমনের সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ২৩ শে জুলাই বুধবার ২০২৫ সকাল ৯ টা ৪৫ মিনিটে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট ধারী যাত্রী মোঃ আব্দুর সামাদ আজাদ (৩১) যার পাসপোর্ট নাম্বার (A13959192) পিতাঃ মোঃ আকিব আলী গ্রামঃ মোস্তফাপুর ওয়ার্ড নং -০৪, পোস্টঃ মৌলভীবাজার থানা+জেলাঃ মৌলভীবাজার মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে (পাসপোর্ট স্টাপলিস্ট থাকার কারণে) মেডিকেল ভিসায় ভারতে গমনের সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক করা হয়। উক্ত ব্যক্তির নামে একাধিক মামলা রয়েছে। মৌলভীবাজার সদর থানা ১। মামলা নম্বর-০২ তারিখ ১৫/৮/২০২৪ বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫ D তৎসহ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনার কেড ২। একই থানার মামলা নম্বর-২৭ তারিখ ৩০/৮/২০২৪ ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ৩। একই থানার মামলা নম্বর-২৮ তারিখ ৩০/৮/২০২৪ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪/৪২৭ পেনাল কোড ৪। একই থানার মামলা নম্বর-২৬ তারিখ ২৯/৮/২০২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ৫। একই থানার মামলা নম্বর-১৪ তারিখ ২৪/৮/২০২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ৬। কই থানার মামলা নম্বর-০৯ তারিখ ২০/৮/২০২৪ ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ৭। একই থানার মামলা নম্বর-০৮/০৮ তারিখ ১৩/১/২০২০ ধারা-১৪০/৪৪৭/৪৪৮/২৩২/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড। বর্তমানে উক্ত আসামিকে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পর থানা কর্তৃক পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।