দেশের ১০ অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

 

ডেস্ক রিপোর্ট:
দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ ২৫ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের সম্ভাব্য এলাকায় অবস্থানরত নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ঝড়ের সম্ভাব্য ১০ অঞ্চল হচ্ছে: ১. ঢাকা
২. ময়মনসিংহ ৩. রাজশাহী ৪. খুলনা ৫. বরিশাল
৬. চট্টগ্রাম ৭. কুমিল্লা ৮. রংপুর ৯. সিলেট ১০. ফরিদপুর আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। সন্ধ্যার আগে এসব এলাকায় যেকোনো সময় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সতর্কতা: এই সব অঞ্চলের জনগণকে অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া থেকে বিরত থাকার এবং খোলা জায়গা ও গাছপালা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে যথাযথ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত