কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উপলক্ষে নৌবাহিনীর মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

রবিউল হোসেন চৌধুরী রিপনঃ

‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী মানবিক ও ব্যতিক্রমধর্মী উদ্যোগে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজন করেন বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প। নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ নির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় ও পাহাড়ি এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয় স্বাস্থ্যসেবার আলো। সোমবার (২৮ জুলাই) চট্টগ্রাম নৌ অঞ্চলের আওতাধীন কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ ক্যাম্পে কাপ্তাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এই মেডিকেল ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম-এর সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাজিয়া জেবিন জুলহাস, বিএন এবং মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট সাদী মো. জুবায়ের, বিএন। চিকিৎসা নিতে আসা রোগী ও স্থানীয়রা নৌবাহিনীর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। নৌবাহিনী সূত্রে জানা যায়, জনগণের কল্যাণে ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনী এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের এ প্রচেষ্টা দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত