
বেনাপোল প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমান রুবেলঃ
যশোরের কোতোয়ালী থানাধীন মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকা হতে ৪২০ গ্রাম ওজনের ০২ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি, ৩০ জুলাই ২০২৫ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকার রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৪২০ গ্রাম ওজনের ০২ (দুই) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির প্যান্টের কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তির রাজবাড়ী এলাকার মোঃ মান্নান মন্ডল এর ছেলে জাহিদ মন্ডল ৩৬ গ্রাম-দোপপাড়া পদমদী, পোস্ট-পদমদী, থানা-বালিয়াকান্দী, জেলা-রাজবাড়ী। আটককৃত স্বর্ণের মূল্য ৬১,৭৯,০৪০/একষট্টি লক্ষ ঊনআশি হাজার চল্লিশ) টাকা, ০১টি মোবাইল এর মূল্য ১৫,০০০/পনের হাজারটাকাসহ *সর্বমোট সিজার মূল্য ৬১,৯৪,০৪০/একষট্টি লক্ষ চুরানব্বই হাজার চল্লিশ টাকা।আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।