
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। বুধবার (৩০ জুলাই ২০২৫) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। সাংবাদিকরা সংবাদ পরিবেশন করতে গিয়ে মাঠপর্যায়ে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হন, সেসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। সভায় জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন সবসময় চায়, সত্য এবং গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহি মূলক প্রশাসন গড়ে উঠুক। এজন্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বজায় রাখা অপরিহার্য।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।