
নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট এলাকা থেকে একাধিক অপরাধে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরুল আলমকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। আজ ৩০ জুলাই দুপুরে এসআই ফজর আলীর নেতৃত্বে একটি অভিযানিক দল তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই রাত ৯টার দিকে রাজৈর থানার খালিয়া ইউনিয়নের উত্তর বদরপাশা গ্রামের জামাল শেখের স্ত্রী মনি বেগমের (৩৭) বাড়িতে চাঁদা দাবি করে প্রবেশ করে নুরুল আলম ও তার সঙ্গে থাকা দুই সহযোগী। মনি বেগম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার সময় নুরুল আলমের সহযোগীরা বাড়ির দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, যাতে কেউ ভেতর থেকে বের হতে না পারে বা বাইরে থেকে কেউ ঢুকতে না পারে। ওই সময় মনি বেগমের তিন বছর বয়সী শিশুকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগে জানা যায়। অভিযুক্তরা ঘরে ভাঙচুর চালিয়ে নগদ ৩২ হাজার টাকা এবং একটি চেক বই লুটে নেয়।মনি বেগমের আর্তনাদ শুনে তার ছেলে ঘটনাস্থলে এসে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। সে প্রতিবেশীদের ডাকতে গেলে অভিযুক্ত অপর দুই ব্যক্তি তালা খুলে দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়টি জানার পর ঢাকার একটি মানবাধিকার সংস্থার বিভাগীয় প্রধান ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের হস্তক্ষেপ চান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তরা পালিয়ে যায়। পরদিন ৩০ জুলাই সকালে মনি বেগম রাজৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নুরুল আলমকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, নুরুল আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণের চেষ্টা, শিশু নির্যাতন ও লুটপাটসহ একাধিক অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।