কুমিল্লার চৌদ্দগ্রামে ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী জাহিদুল ইসলামসহ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩ আগস্ট, ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হক সবুজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলকরা আল ফালাহ মাদ্রাসার অধ্যাপক মাওলানা কুতুব উদ্দিন ভুইয়া, সমাজসেবক মাহফুজুর রহমান ভুইয়া, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জাফর আহমেদ ভুইয়া, সিনিয়র শিক্ষক আবুল হাসেম ভুইয়া এবং ধর্মীয় শিক্ষক আবুল হোসেন পাটোয়ারী, সাংবাদিক এ এফএম রাসেল পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের। উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন এবং তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিলীপ কুমার দাসের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এই সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত হয়েছে বলে জানায়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত