
মীর জেসান হোসেন তৃপ্তীঃ
সম্মিলিত জাতীয় জোট-ইউ এন এ’র চেয়ারম্যান জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ সেকেন্দা আলীর সহধর্মীনি মিসেস চামেলী চৌধুরী (বয়স ৬০) আর আমাদের মাঝে নেই। তিনি দীর্ঘদিন যাবৎ নানা বিধ প্রকার শারিরীক অসুস্থতায় ভুগছিলেন। তার অবস্থার অবনতি দিন দিন বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২২ দিন চিকিৎসা থাকা অবস্থায় সোমবার আইসিইউতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণোগ্রাহী রেখে যান। তার এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। তাঁর এই আকস্মিক মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় ঐক্য সমম্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল-আজাদ, জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী, মিডিয়া উইং চীপ, বাংলাদেশ ন্যাশনাল ডেমেক্রেটিক পার্টির চেয়ারম্যান ও দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী বাংলাদেশ গনতান্ত্রিক ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন, জাতীয় ঐক্য সমম্বয় পরিষদের সমন্বয়কারী, বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান এস.এম. মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, আন্তর্জাতিক মানবাধিকার গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহবাজ জামান, জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কা মুক্তিযোদ্ধা, বকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সালমান গ্রুপের চেয়ারম্যান শেখ শরীফ উদ্দিন মিথু, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান (এমজে এফ), জাতীয় ঐকা সমন্বয় পরিষদের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম, মোহাম্মাদ আব্দুল আহাদ নূর, ডা. আসলাম আল মেহেদী, কে সি মজুমদার, খাজা মহিবুল্লায় শান্তিপুরী, প্রফেসর এ আর খান, মিজানুর রহমান মিজু, মোঃ নূরুল ইসলাম, মোঃ আনিছুর রহমান, মুফতি নুরুল আমিন, ড. এম বি চৌধুরী, সামছুল আলম চৌধুরী সুরমা , এনামুল নাছির, এ কে আজাদ, এ্যাড, সরোয়ার হোসেন, আমানুল্লাহ আমান, ডা. জুয়েল সম্রাট চিশতি,বিএনডিপি’র, যুগ্ম মহাসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আজ ১২ নং শেখের টেক আদাবর তার নিজস্ব বাস ভবনে আছর বাদ জানাজা শেষে তাজমহল কবর স্থানে সমাধিস্থ করা হয়। এ সময় নেততৃবৃন্দরা বলেন আমরা আমাদের এক সহ-যোদ্ধাকে হারিয়েছি। হঠাৎ তার চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মত নয়।