জুড়াছড়ি সীমান্তে চোরাচালান রুখতে বিজিবির সফল অভিযান: ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক

 

চৌধুরী মুহাম্মদ রিপররাঙ্গামাটি কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির জুড়াছড়ি উপজেলার বগাখালী সীমান্তে চোরাচালান প্রতিরোধে আবারও সফলতা অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) আওতাধীন বগাখালী বিওপি’র একটি চৌকস টহল দল গতকাল বুধবার (৬ আগস্ট) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ভারতীয় আধার কার্ডসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার বাসিন্দা মন চন্দ্র চাকমা (২২), পিতা: চন্দ্র হানশু চাকমা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি। এই অভিযানের বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল ৩টায় কাপ্তাই ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী প্রেসনোট পাঠ করেন। সংবাদ সম্মেলন এ আরোও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর লতিফুল বারি, অন্যান্য বিজিবি কর্মকর্তা এবং রাঙামাটি ও কাপ্তাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন শেষে জুড়াছড়ি থানায় হস্তান্তর করা হবে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান চলমান থাকবে। বিজিবির এই সাহসী ও পেশাদার ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা বলেন, বিজিবির সজাগ দৃষ্টি ও দায়িত্বশীলতায় সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালান ও অনুপ্রবেশ রোধ সম্ভব হচ্ছে, যা জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে বড় ভূমিকা রাখছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত