
বিশু তনচংগ্যা
প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্হ কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবার এবং দরিদ্র পরিবারের মাঝে টিন এবং অর্থ তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন । আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলে বাস্তব অবস্থা দেখে পরিবার প্রতি ২ বান্ডিল টিন এবং নগদ ৬ হাজার টাকার সরকারি সাহায্য তুলে দেন তিনি। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্হিত ছিলেন। সরকারি সাহায্য পাওয়া এই ইউনিয়নের সদস্যরা হলেন, ১নং ওয়ার্ডের
শাহ আলম,পিতা- মো. হামিদ,মিতঙাছড়ি,.মো আব্দুল্লাহ,পিতা-আব্দুল খালেক,মিতিঙাছড়ি,
ইমান আলী,পিতা- মৃত রহমত আলী, মিতিঙাছড়ি,.নুরুজ্জামান, পিতা-মৃত ইসহাক
মিতিঙাছড়ি .আম্বিয়া বেগম,স্বামী-ইদু মিয়া,মিতিঙাছড়ি, ৬নং ওয়ার্ড এর
. এ কে এম জাফর উল্লাহ,পিতা-আজগর আলী,কাটা পাহাড়, .হালিমা বেগম,স্বামী-বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,কাটা পাহাড়, ৭নং ওয়ার্ড এর,.তাহেরা বেগম,স্বামী-বীর মুক্তিযোদ্ধা শেখ মো. জাকির,ফকিরের ঘোনা। অসহায় এই সব পরিবার সরকারি সাহায্য পেয়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।