নিজস্ব প্রতিবেদকঃ
পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়তে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ বৃহস্পতিবার (৭ আগস্ট) সরেজমিনে এ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় ডিসি খালপাড়ে নিজ হাতে লিফলেট বিতরণ, গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড স্থাপন ও মাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি অসচেতনভাবে খালে ময়লা ফেলা বন্ধে নগরবাসীকে সতর্ক করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
জেলা প্রশাসক জানান, শহরের ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটারে ৫৬টি ব্লকেজ চিহ্নিত হয়েছে। এর মধ্যে ৯টি খালে ময়লা ও আবর্জনা অপসারণ চলছে। ইতোমধ্যে ১ হাজার ২০০ ট্রাকের বেশি আবর্জনা সরিয়ে ৪.৮৬ কিলোমিটার খাল পরিষ্কার করা হয়েছে। প্রতিদিন প্রায় ৩৫ জন শ্রমিক ও ৫টি এক্সকেভেটর দিয়ে কাজ পরিচালিত হচ্ছে। তিনি বলেন, "আমরা খাল পরিষ্কার করছি, কিন্তু কিছু অসচেতন মানুষ আবারও সেখানে ময়লা ফেলছেন। এভাবে চললে সব প্রচেষ্টা ব্যর্থ হবে। জলাবদ্ধতা নিরসনে গত ২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।