মানিকগঞ্জ দৌলতপুর থানার বাঘুটিয়া ইউনিয়নে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মো: উজ্জ্বল খান
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাঘুটিয়া ইউনিয়নে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন গতকাল শুক্রবার এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম ইয়াছিন বাঘুটিয়া আলিম মাদ্রাসার সাবেক সুপার মাওলানা তাজুল ইসলাম বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগন। জানা গেছে, কয়েকদিনের ভাঙ্গনে বাঘুটিয়া ইউনিয়নে বাজারসহ অর্ধশতাধিক ঘর বাড়ি বিলীন হয়েছে নদীতে। ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে চারতলা ভবনের দুটি মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে বাচামারা ইউনিয়নেরর নিজ ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা ভবনটি যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, যেখানে ইজারা দেয়া হয়েছে সেখানেই বালু কাটতে পারবে তাছাছাড়া অন্য কোন জায়গায় বালু কাটার কোন সুযোগ নেই বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, এরইমধ্যে দেখা যাচ্ছে আমরা যে বালু মহাল ইজারা দিয়েছি তার নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে ও ভুয়া কাগজপত্র তৈরি করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। এর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। থানায় নিয়মিত মামলাও দায়ের করছি। সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেছি। এই অভিযান চালবে। আরও কঠোরভাবে এই বিষয়গুলো দমন করবো। তবে এখনো অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি। বরং এলাকাবাসী বলছে, প্রশাসনের বক্তব্য যতটা কাগজে, বাস্তবে ততটা নয়।
উল্লেখিত, ৭ মে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ইজারা ঘোষণা দেয়ার সময় ইজারাদারদের নির্দেশনা দেয়া হয় : যারা ইজারার শর্ত ভঙ্গ করবে, তাদের ইজারা বাতিল করা হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত