নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার দওপাড়ায় পারিবারিক জায়গা- জমি সংক্রান্ত বিষয়ে প্রবাসী পরিবারকে হয়রানি ও হামলার অভিযোগ করেছেন প্রবাসী ফারুক হোসেনের পরিবার। দওপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের বড়আউলিয়া বাড়িতে ঘটেছে এ ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃত হাফিজ উল্যা মিয়ার দখলকৃত ভিটার চারপাশে নিরাপত্তার জন্য তারকাঁটার বেড়া দেয় ওনার পরিবারের সদস্যরা। কিন্তু সকালে গিয়ে দেখা যায় সেই বেড়া তুলে ফেলা হয়েছে রাতের আঁধারে এমন অভিযোগ করেন মৃত হাফিজ উল্যার মেয়ে সুলতানা বেগম।সুলতানা বেগম আরও বলেন, আমাদের বাড়িতে পুরুষ কোন সদস্য নাই সবাই প্রবাসী যার কারণে আমরা দ্রুত কোন পদক্ষেপও নিতে পারিনা। তিনি অভিযোগ করেন আমার প্রতিবেশী সোলেমান, খোরশেদ আমাদের বেড়া ভেঙেছে। সোলেমান ও খোরশেদের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা সবাই একই বাড়ির মানুষ। আমাদের এ বাড়িতে জমি নিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে সালিশ দরবার চলছে। সর্বশেষ ২০২২ সালে একটা সালিসি বৈঠকে চূড়ান্ত একটা প্রতিবেদন দেওয়া হয় সে মোতাবেক আমরা বসবাস করছি। বেড়া ভাঙার বিষয় তারা বলেন বেড়া দেওয়া হয়েছে রাস্তার উপরে জোরপূর্বক ভাবে। তবে কে বেড়া ভেঙেছে এ বিষয়ে আমরা কিছু জানিনা। আমরা সালিসি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক অবস্থানে আছি। স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রনি বলেন, এ বাড়ির সমস্যা দীর্ঘ দিনের আমরা কাগজপএ পর্যালোচনা করে সবার মনোনীত সালিশদারদের মতামত নিয়ে একটা সিদ্ধান্ত দিয়েছি। তিনটা পক্ষের মধ্যে সোলেমান গং ও ইউসুফ গং সালিশ বৈঠকের সিদ্ধান্ত মানলেও ফারুক গং সিদ্ধান্ত মানেনি। পরবর্তীতে কি হয়েছে এ বিষয়ে আমার আর কিছু জানা নাই, কেউ আমার কাছে কোন অভিযোগ নিয়েও আসেনি।