নিজস্ব প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহি পাল পাড়া ডি.এম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস্ ফোরামের (২০২৫-২০২৭) দুই বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি মোঃ বাহা উদ্দিন - ব্যাচ -৯১, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন -ব্যাচ -৯৪, সাংগঠনিক সম্পাদক মো: শহীদুল ইসলাম -ব্যাচ -৯৪, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল চৌধুরী -ব্যাচ -৯৪সহ সর্বমোট ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল চৌধুরী মিডিয়াকে বলেন, আমরা সবাই দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকলেও আমাদের হৃদয় একত্রিত এই মানবিক ফোরামের টানে। আমাদের এই এক্স- ষ্টুডেনস্ ফোরাম কেবল একটি এক্স ছাত্রসংগঠন নয়—এটি একে অপরের পাশে দাঁড়ানো,সহমর্মিতার, ঐক্যের এক উজ্জ্বল প্রতীক। আমাদের লক্ষ্য থাকবে গ্রামের অবহেলিত সকল এক্স সদস্যদের অধিকার, সমস্যা ও প্রয়োজনীয়তাগুলোকে সামনে আনা এবং সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালানো।
বিশেষ করে বিদ্যালয় এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এছাড়া সংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। পারস্পরিক সহযোগিতা ও বন্ধনকে দৃঢ়তর করা এই ফোরামের অন্যতম লক্ষ্য। এই মানবিক ফোরাম সকল সদস্যদের ঐক্য ও পেশাগত উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে মানবিক ফোরাম আরও গতিশীল হবে এবং সত্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে। সকল সদস্যরা সমাজের দর্পণ এবং তাদের নেতৃত্ব মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে সামনে নিয়ে আসবে। নতুন কমিটির অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব মানবিক ফোরামের পেশাগত উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি মনে করেন।