প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ৯:৫৫ অপরাহ্ণ
Re: শান্তিনিকেতন সৎসঙ্গ আশ্রমে ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্টিত

শ্রীকান্ত চৌধুরীঃ
পরম প্রেমময় যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩১তম আবির্ভাব স্মরন মহোৎসব উপলক্ষ্যে ২দিন ব্যাপী ভক্তি সংগীতাঞ্জলী ,লীলাকীর্তন ,ধর্মীয় সন্মেলন ও তারকব্রক্ষ্র মহানামযজ্ঞ অনুষ্টিত হয় !১৪ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপী অনুষ্টান মালার অংশ হিসেবে বিকেল ৩ঘটিকায় বিশিষ্ট সাংবাদিক এবং যন্ত্রশিল্পী শ্রী ঝুলন দত্ত মহোদয়ের পরিচালনায় সংগীত শিল্পী বৃষ্টি দে এর সঞ্চালনায় স্থানীয় এবং অতিথি শিল্পীদের পরিবেশনায় ভক্তি সংগীতাঞ্জলী পরিবেশন করা হয় !অনুষ্টানে সংগীত পরিবেশন করেন টিটু কুমার দত্ত ,পুস্পিতা দাশ পূজা ,বৃষ্টি দে ,রিয়া দত্ত ,বাবলু দে সহ অসংখ্য শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করেন !পরে বাউল শিল্পী শ্রী শ্রীকান্ত চৌধুরী লীলাকীর্তন পরিবেশন করেন !রাত ৮ ঘটিকার সময় মহতি ধর্মসভায় মাষ্টার সঞ্জীব কুমার দে মহোদয়ের সভাপতিত্বে যাজক শ্রী শ্রীকান্ত চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক লায়ন শ্রী শংকর সেন গুপ্ত !প্রধান বক্তা ছিলেন পরমতীর্থ হিমাইতপুর ধামের সহ প্রতি ঋত্বিক শ্রী ননী গোপাল দেবনাথ !আলোকিত অতিথি ছিলেন সহ প্রতি ঋত্বিক শ্রী দোলন কুমার দে !মহান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাংগঠনিক সম্পাদক শ্রী বিভু চক্রবর্তী ,লায়ন অনিমেশ রায় চৌধুরী ,দোলন দে ,জয়া রানী বল তপু ,সুভাস দাশ ,শ্রী গৌরাঙ্গ মোহন দে ভুমিদাতা ,শ্রী বিকাশ চন্দ্র দে সভাপতি (ভূমি দাতা )প্রমুখ !স্বাগত বক্তব্য রাখেন শ্রী আশুতোষ দে ,সাধারন সম্পাদক ,পবিত্র গীতা পাঠ করেন শ্রী প্রেমদাস প্রভু ! ১৫ ফেব্রুয়ারী রোজ শুক্রবার ব্রাক্ষ্রমুহুর্তে মহানামযজ্ঞ অনুষ্টিত হয় !২ দিন ব্যাপী অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দ মহাপ্রসাদ আস্বাদন করেন !
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.