
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবারের অন্যতম আলোচিত প্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। বৈচিত্র্যের শক্তি ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। শ্রেষ্ঠা জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নারী শিক্ষার্থীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে নানা হেনস্তা, হামলা ও হয়রানির শিকার হলেও তিনি থেমে যাননি। বর্তমানে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন। রুপাইয়া শ্রেষ্ঠার গ্রামের বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করছেন। তার বাবা শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা একজন ব্যবসায়ী এবং মা ফাহমিদা রুবাইয়া রুমা গৃহিণী। তিনি পরিবারের বড় সন্তান; ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং রাজধানীর হলি ক্রস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন রুপাইয়া শ্রেষ্ঠা। ২০১৯-২০ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন এবং চলতি বছর স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রোকেয়া হলের অনাবাসিক শিক্ষার্থী। ভবিষ্যতে দেশের বাইরে থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের ইচ্ছা রয়েছে তার। ডাকসু নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় থেকে প্রথমবারের মতো একজন প্রার্থী হিসেবে উঠে আসছেন রুপাইয়া শ্রেষ্ঠা। তার প্রার্থিতা তরুণ শিক্ষার্থীদের মাঝে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকে।