কামরুজ্জামান, লংগদু প্রতিনিধিঃ
(২০ তারিখ) রোজ বুধবার লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত, দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা -২০২৫ উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা নির্বাহী অফিসার জনাব, জাহাঙ্গীর হোসাইন,বিশেষ অতিথি ছিলেন জনাব, রাজু আহমেদ(AD)দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় রাঙ্গামাটি।আরো উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব, ওমর ফারুক। উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন:মাওলানা ফুরকান আহমেদ সাহেব,(সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি লংগদু উপজেলা শাখা)।ও উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মানীয় মডারেটর ছিলেন, লংগদু উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান, উপজেলা শিক্ষা অফিসার লংগদু ও সম্মানিত বিচারকমণ্ডলীগণ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল:রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়,এবং রানার্সআপ দল:মাইনীমুখ মডেল হাই স্কুল।
পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।