ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ১৬টি জলকপাট ফের ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, গত কয়েকদিন ধরে কাপ্তাই লেকের তীরবর্তী অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে মুহূর্তে মুহূর্তে পানির উচ্চতা বেড়ে বিপদসীমা অতিক্রম করে। এ কারণে বুধবার (২০ আগস্ট) রাত ৮টার পর দ্বিতীয় দফায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। এতে করে কাপ্তাই লেক থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। কেন্দ্রের তথ্যমতে, বুধবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৮.৩৫ ফুট মীন সি লেভেল, যেখানে ধারণক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট মীন সি লেভেল।
প্রসঙ্গত, চলতি মাসের ৫ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে প্রথমবারের মতো লেকের পানি বিপদসীমা ছুঁইছুঁই করায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছিল। এরপর টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ধাপে ধাপে দেড় ফুট, আড়াই ফুট ও সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত জলকপাট খোলা হয়। তবে পানি কমে আসায় গত ১২ আগস্ট সকাল ৯টায় সব জলকপাট বন্ধ করা হয়েছিল। নতুন করে বৃষ্টি অব্যাহত থাকায় আবারও পানি বৃদ্ধির কারণে কেন্দ্র কর্তৃপক্ষ বাধ্য হয়ে দ্বিতীয়বারের মতো জলকপাট খুলে দিল।