
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। তিনি বলেন,
স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা-কর্মী রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনেও স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন,
দেশে আজ গণতন্ত্র বিপর্যস্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপি ও সকল অঙ্গ সংগঠন সুসংগঠিত হয়ে জনগণের কাছে গিয়ে দলের অবস্থান বুঝাতে হবে।
বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ বলেন, স্বেচ্ছাসেবক দল অতীতে যেমন আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত রাখবে। আগামী নির্বাচনে দলের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলী বাবর তার বক্তব্যে বলেন,
“দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না। দলকে শক্তিশালী করতে এখনই সবাইকে কাজ করতে হবে।” বিশেষ অতিথি রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন বলেন,
“আগামী নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই জনগণের কাছে যেতে হবে। দলকে সুসংগঠিত করে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে।
বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেন,তরুণদের সম্পৃক্ততা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। স্বেচ্ছাসেবক দল সেই তরুণ শক্তিকে একত্রিত করছে। বিশেষ বক্তা রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু নাছির বলেন, আমরা প্রতিজ্ঞা করছি, অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথে থাকব এবং শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও নির্বাচনের জন্য কার্যক্রম চালিয়ে যাব। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির অন্যতম বড় শক্তি। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়ামিন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল প্রমুখ। বক্তারা বলেন, ৪৫ বছরে স্বেচ্ছাসেবক দল মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সবসময় সামনের কাতারে থেকেছে। আজকের দিনে আমাদের অঙ্গীকার—গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।