মোঃ মোস্তাফিজুর রহমান বেনাপোল থেকে:
২১ আগস্ট ২০২৫ তারিখ ০৯৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের মুড়লী বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৫৮৫ গ্রাম ওজনের ০৫ পাঁচটি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তির হলেন মোঃ সাইদুর রহমান এর ছেলে মোঃ রুবেল ৩৪ গ্রামঃ বাসন্ডা, ডাকঘরঃ বেল্টা, থানাঃ নাঙ্গলকোর্ট জেলাঃ কুমিল্লা। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮৬,০৬,৫২০ছিয়াশি লক্ষ ছয় হাজার পাঁচশত বিশটাকা ও ০১টি মোবাইল এর মূল্য ৩৪,০০০চৌত্রিশ হাজার টাকা এবং নগদ ৩,৯৯৫ টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৮৬,৪৪,৫১৫ছিয়াশি লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত পনেরটাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।